দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতের প্রথম উইকেটের পতন ঘটালেন অধিনায়ক সাকিব আল হাসান। লোকেশ রাহুলকে ২ রানে সাজঘরে পাঠান তিনি।
ভারতের অক্ষর প্যাটেল সর্বোচ্চ ৩টি, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ দু’টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ ও ভারত ৩১৪ রান করেছিল।
ভারতের সংগ্রহ এখন ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪ রান।
এর আগে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় টাইগাররা। এই ইনিংসে লিটন দাস ৭৩, জাকির হাসান ৫১, নুরুল হাসান ৩১ ও তাসকিন আহমেদ অপরাজিত ৩১ রান করেন।