পটুয়াখালী

মির্জাগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা এবং সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা.সাইয়েমা হাসানের সাথে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.সাইয়েমা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা,অধ্যাপক ইউনুস আলী সরদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, জেলা পরিষদ সদস্য আবদুল্লাহ আল জাবির (সোহেল ভুইঁয়া), বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ মল্লিক,ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Back to top button