ক্যাম্পাসশিক্ষা

রাবিতে সমন্বিত হল সমাপনী অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৭টি আবাসিক হলের বিদায়ী শিক্ষার্থীদের সমন্বিত সমাপনী অনুষ্ঠিত হয়েছে।উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন বিদায়ী শিক্ষার্থীরা। বিকেলে সাবাস বাংলাদেশ মাঠে বিদায়ী শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট উপহার দেয়া হয়। সমাপনীতে ২০১৬-১৭ সেশনের প্রায় ২ হাজার জন শিক্ষার্থী অংশ নেন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক পড়াশোনা শেষ হওয়ায় এই সংবর্ধনা দেয়া হলো। তবে এখানেই শেষ নয়, তোমারা আরো বৃহত্তর অঙ্গনে যাবে। সেখানে তোমাদের উপর পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বর্তাবে। সেটা দক্ষতার সাথে পালন করতে হবে।

তাছাড়া এই আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি হোক সেই প্রত্যাশা করি।এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, সমন্বিত হল সমাপনীর আহ্বায়ক ড. সৈয়দা নুসরাত জাহান ও প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button