শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবিনোদনমুক্তির ২৫ দিন আগেই ভারতের বাইরে জার্মানিতে সব পাঠান’র অগ্রিম টিকেট শেষ
টপিক

মুক্তির ২৫ দিন আগেই ভারতের বাইরে জার্মানিতে সব পাঠান’র অগ্রিম টিকেট শেষ

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে পাঠান ছবিটি। এর আগে, ‘পাঠান’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তারই দেখা মিললো জার্মানিতে। মুক্তির ২৭ দিন আগেই অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে ছবিটির। যা কিনতে জার্মানিতে রীতিমত পাগলামি শুরু হয়েছে। জানা গেছে, বার্লিন সহ প্রায় সব জায়গায় অগ্রিম টিকেট বিক্রির শোগুলো হাউসফুল।

লম্বা বিরতির পর পাঠান ছবি দিয়ে আবারও বড়পর্দায় ফিরছেন বলিউড কিং’খ্যাত শাহরুখ খান। অন্তর্জালে শোনা যাচ্ছে ১০০ কোটি রুপিতে ছবিটির ওটিটি স্বত্ব বিক্রি হয়েছে এরই মধ্যে। এবার শোনা যাচ্ছে, ছবিটি মুক্তির ২৫ দিন আগেই ভারতের বাইরে জার্মানিতে সব অগ্রিম টিকেট শেষ হওয়ার নতুন তথ্য।

২০১৮ সালে জিরো ছবি মুক্তির পর দীর্ঘ চার বছর পর বড় বাজেটের ছবি নিয়ে ফিরছেন শাহরুখ। মাঝখানে কয়েকটি ছবিতে অতিথি চরিত্রে করলেও নতুন ছবি আসছিলো না তার। তাই নতুন বছরে আর অনুরাগীদের হতাশ করছেন না কিং খান। আগামী দিনে তার একের পর এক ছবি আসতে চলেছে। এই তালিকায় ‘পাঠান’, ‘জওয়ান’-সহ বেশ কয়েকটি ছবি

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত