শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবিনোদনছেলে রাজ্যের ১০ মাস পূর্তিতে একসাথে কেক কাটছেন রাজ ও পরী
টপিক

ছেলে রাজ্যের ১০ মাস পূর্তিতে একসাথে কেক কাটছেন রাজ ও পরী

চিত্রনায়ক শরীফুল রাজ ও পরীমনির দাম্পত্য জীবনটা যেন সম্প্রতিক নিয়মিত আলোচনা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুক কিংবা গণমাধ্যম, একে অপরের দিকে তীর ছুঁড়ে দিচ্ছেন।

মে মাসে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট হয়। যেখানে তার সাথে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। ভিডিওতে তাদের অসংলগ্ন কথোকপথনও ছিল। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে সুনেরাহ তার ফেসবুকে পরীমনির বিরুদ্ধে ইঙ্গিতপূর্বক অভিযোগ তুলে পোস্ট করেন। এর কয়েকদিন পরে মুখ খোলেন রাজও। এরপরই শুরু হয় রাজ-পরীর সংসারে টানাপোড়ন।

 কিন্তু মেঘ ভেদ করে যেন একটু সুর্য উকি দিল, পরীমনির এক ফেসবুক ভিডিও পোস্টে দু’জনকে এক সাথে দেখা গেছে। ছেলে রাজ্যের ১০ মাস পূর্তিতে কেক কাটছেন রাজ ও পরী।

রোববার (১১ জুন) পোস্ট করা ওই ভিডিওতে পাশাপাশি বসা রাজ-পরীকে বেশ হাসিখুশি দেখা যায়। কেক কেটে তারা দিনটি উদযাপন করছেন। সাথে অবশ্য পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

পরীমনির পোস্ট করা ভিডিও ক্যাপশন ছিল, আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই…।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত