গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেলেন লিটন কুমার দাস। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে কানাডার এই লিগে দল পেয়েছেন তিনি। উইকেট কিপার এই ব্যাটার খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে। ড্রাফট থেকে তাকে ডেকে নেয় দলটি।
গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয় মঙ্গলবার। আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-টোয়েন্টির এবারের মৌসুম। ছয় ফ্রাঞ্চাইজির এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৬ আগস্ট।
এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে মঙ্গলবার রাতে দল পান সাকিব আল হাসান। আইকন ক্রিকেটার হিসেবে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। যেখানে তার সতীর্থ ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
এবারের প্লেয়ার ড্রাফট থেকে দল পেয়েছেন বিশ্বখ্যাত অনেক তারকা ক্রিকেটার। সাকিব, লিটন, রাসেল ছাড়াও যেখানে আছে মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, কলিন মুনরো, হরভজন সিং, অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, রাইলি রুশো, শহিদ আফ্রিদির মতো বড় নাম।