প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, ক্রমবর্ধমান দায়িত্ব পালনে বাংলাদেশ কোস্ট গার্ডকে একটি আধুনিক ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।শেখ হাসিনা বলেন, তার সরকার ২০০৯ সাল থেকে গত ১৪ বছরে কোস্ট গার্ড বহরে বিভিন্ন আকারের ১৫৪টি আধুনিক ও দ্রুতগতির জাহাজ ও নৌযান যুক্ত করেছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের কোস্ট গার্ড পতেঙ্গা বার্থে স্থানীয়ভাবে তৈরি বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি অত্যাধুনিক জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের দায়িত্ব আরো বাড়বে। আমাদের নিজস্ব চিন্তা-ভাবনা রয়েছে যে- আমরা এই কোস্ট গার্ডকে একটি আধুনিক এবং সময়োপযোগী হিসেবে গড়ে তুলব।
জাহাজগুলো হলো- 'বিসিজিএস অপূর্ব বাংলা' ও 'বিসিজিএস জয় বাংলা' নামে দুটি টহল জাহাজ, 'বিসিজিটি প্রত্যয়' ও 'বিসিজিটি প্রমত্ত' নামে দুটি টাগবোট এবং 'বিসিজিএফসি শক্তি' নামে একটি ভাসমান ক্রেন।
নারায়ণগঞ্জে রাষ্ট্রীয় মালিকানাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি দুটি টহল জাহাজ এবং খুলনা শিপইয়ার্ড দুটি টাগবোট ও ভাসমান ক্রেনটি তৈরি করেছে।
তিনি বলেন, ‘নিজস্ব ইয়ার্ডে জাহাজ নির্মাণ করা হলে বাংলাদেশ কোস্ট গার্ড স্বয়ংসম্পূর্ণতা বা সক্ষমতার নতুন উচ্চতায় উন্নীত হবে।’
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে গভীর সমুদ্রে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে কোস্ট গার্ড ও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, এছাড়া ভাসানচরে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডে ড্রোন প্রযুক্তি সংযোজন করা হয়েছে।