আমতলী

আমতলীতে ২৫২০ টি হাঁস বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ,
আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে মা শিশুদের পুষ্টি রক্ষায় শনিবার সকালে ২৮০ জন উপকার ভোগী সদস্যদের মধ্যে ৮লক্ষ ৬ হাজার ৪শ’ টাকা মূল্যের ২৫২০টি হাঁস বিনামূল্যে বিতরন করা হয়েছে।
আমতলী পৌরসভার বাসুগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ হাঁস বিতরন করা হয়। হাঁস বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসএস এর নর্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা। অনুষ্ঠানে প্রধান অতিতিথি হিসেবে উপস্থিত থেকে হাঁস বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, ও এনএসএস এর মৃদুল সরকার।
এনএসএস নির্বাহী কর্মকর্তা শাহাবুদ্দিন পাননা জানান, আমতলী পৌরসভা, আমতলী সদর ও আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ১৫টি গ্রামের ২৮০ জন উপকারভোগী সদস্যদের মধ্যে প্রত্যেককে ৯টি করে মোট ২৫২০টি হাঁস প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button