পটুয়াখালী মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বাবার লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার – Channel A
পটুয়াখালীবরিশাল

পটুয়াখালী মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বাবার লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার

পটুয়াখালীর দশমিনায় মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বাবার লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।মো: ইমরান (৪০) বরিশাল নিবাসী আহসান উল্লাহর ছেলে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।

পরিবার, পুলিশ ও স্থানীয়রা বলেন, গত শুক্রবার স্ত্রী-সন্তানসহ দশমিনার আলীপুরা ইউনিয়নের খলিসাখলী গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসেন ইমরান। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি তার স্ত্রী ও চার বছর বয়সী মেয়েকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে বের হন। এ সময় অসাবধানতাবশত তাদের মেয়ে নদীতে পরে গেলে তাকে উদ্ধারের জন্য স্বামী-স্ত্রী দু’জনই নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রা এ দৃশ্য দেখে ছুটে গিয়ে মা-মেয়কে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন ইমরান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত উদ্ধারকাজ চালায়। কিন্তু ইমরানকে খুঁজে না পেয়ে উদ্ধারকাজ সাময়িক বন্ধ রাখে ফায়ার সার্ভিস।

পরে রোববার সকাল ১১টার দিকে স্থানীয়রা একটি লাশ নদীতে ভাসতে দেখে দশমিনা ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার তাহেরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে শনিবার সন্ধ্যা ৭টায় উদ্ধার অভিযান পরিচালনা করি। পরে পটুয়াখালী ডুবুরি দল এসে রাত ৯টায় পুনরায় উদ্ধার অভিযান শুরু করি আর রাত ১২টা পর্যন্ত অভিযানের পর সাময়িক বন্ধ রাখা হয়। রোববার সকালে এলাকার নদীতে ভাসমান একটি লাশ দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ইমরানের লাশ উদ্ধার করি।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, নদীতে এলাকার লোকজন লাশ ভাসতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button