ইরানী হজযাত্রীদের জন্য হজ পরিষেবা উন্নত করেছে সৌদি আরব। সম্প্রতি সৌদি-ইরান সমঝোতার ফলে তাদের এ সুবিধা দেয়া হয়েছে।আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরব মার্চ মাসে চীনের মধ্যস্থতায় একটি চুক্তিতে সম্মত হয়েছিল। এতে বছরের পর বছর ধরে চলে আসা বৈরিতার অবসান ঘটে। আগে এ বৈরিতা তাদের মাঝে আঞ্চলিক দ্বন্দ্বকে উস্কে দিয়েছিল। কখনো কখনো ইরানীদের জন্য হজ ও ওমরাহ পালন করাও কঠিন করে তুলেছিল।
শনিবার রয়টার্সের সূত্রে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানী হজযাত্রীদের দায়িত্বে থাকা সাইয়িদ মাহদি জানান, সৌদি আরব এ বছর ইরানীদের জন্য হোটেল খুঁজে পেতে সহযোগিতা করেছে। আল্লাহ তায়ালার কাছে কামনা করি, আমরা যেন হজযাত্রীদের আরো উন্নত সেবা দিতে পারি।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব কোভিন-১৯এর সকল বিধি-নিষেধ তুলে নেয়ার পর প্রথমবারের মতো ২ দশমিক ৬ মিলিয়ন হজযাত্রীর ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ৮৭ হাজার ৫৫০ জন ইরানি হবেন বলে ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে।
ইরানী হজযাত্রী মোহাম্মদ হোসাইনি হজ শুরু হওয়ার পাঁচ দিন আগে বৃহস্পতিবার মক্কায় পৌঁছেন। এক সফরে ওমরাহ ও হজ উভয়ই করতে চেয়েছিলেন।
তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত যে ইরান ও সৌদি আরবের সরকারের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটছে। এটা ইরানী মুসলমানদের জন্য বাইতুল্লাহ জিয়ারতের সুযোগকে অবরিত করে দেবে।
আরেকজন ইরানি হজযাত্রী মোজতাবি লালানী বলেন, ‘আমাদের এ বছরের হজের জার্নি খুবই স্বস্তিদায়ক হয়েছে। আমরা এখানে সম্পূর্ণ শান্তিতে এসেছি।