আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলীতে মঙ্গলবার সকালে পৌরসভার উদ্যোগে পৌরভবনের হল রুমে প্রধানমন্ত্রী জনন্ত্রেী শেখ হাসিনার ঈদুল আযহার উপহারের চাল বিতরন করা হয়েছে। অতিদরিদ্র ও শ্রমবীবি ৭হাজার ১শ’ ২১ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। এর মধ্যে সরকারী ভাবে ৪হাজার ৬শ’ ২১ পরিবার জন্য চাল বরাদ্দ থাকলেও মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে আরো ২৫শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরনের উদ্ধোন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া। আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভ’মি) আবদুল্লাহ আবু জাহের, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ব্যসায়ী সমিতির সভাপতি মো. হারুন অর রশিদ ও বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মৃধা ও আওয়াশীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আকন। সভায় উপস্থিত ছিলেন, কৃষক লীগের সভাপতি আব্দুস ছোবহান খান, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার,আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম জুয়েল,মেয়াজ্জেম হোসেন ফরহাদ, সামসুল হক চৌকিদার, মনিরুল ইসলাম, নুর জামাল, রিয়াজ উদ্দি মৃধা, লিপি বিশ্বাসসহ সকল কাউন্সিলর এবং সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।