ঝালকাঠির নলছিটিতে ১৯ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে হাবিব হাওলাদার (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা।
রোববার (৯ জুলাই) রাত ৯ টার দিকে খুলনা জেলার খালিশপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তার হাবিব হাওলাদার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুশঙ্গল এলাকার এসকেন হাওলাদারের ছেলে।
মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই যুবতী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। তখন তার মা নিজের জন্য ওষুধ আনতে শেওতা বাজারে গেলে খালি ঘরে একা পেয়ে আসামী হাবিব হাওলাদার বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে তার বড় ভাই নয়ন চন্দ্র সাহা ছুটে আসলে ভিসকটিমকে ধর্ষণ করতে দেখে আসামী হাবিব হাওলাদারের গায়ের পাঞ্জাবী ধরে ফেললে সে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই ভিকটিমকে উদ্ধার করে।পুলিশ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
একঘটনায় ওই যুবতীর ভাই পরেদিন সকালে বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইন আইনে একটি একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে র্যাব-৮ ও র্যাব-৬, যৌথ অভিযান পরিচালনা করে আসামীকে ২৪ ঘন্টার মধ্যে খুলনার খালিশপুর থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে নলছিটি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।