পটুয়াখালীর কলাপাড়ায় ১২ দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটি বনে অবমুক্ত করা হয়।
সোমবার রাত ১১টার দিকে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করে। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা বন বিভাগের সহয়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, পরিত্যক্ত ঘরে সাপটি দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা উদ্ধার করি। এর আগেও আমরা বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।