ঝালকাঠিবরিশাল

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে : ঘাতক বাসচালক গ্রেফতার

ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হওয়ায় দায়ের করা মামলায় ওই বাসের চালক মোহন খানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। এর আগে বাসটির সুপারভাইজার মো: ফয়সাল মিজানকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছেন বাসের হেলপার আকাশ (১৮)।

র‌্যাব-৮ (বরিশাল) সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৮ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মোহনকে গ্রেফতার করে।

মোহন হালকা শ্রেণির গাড়ির লাইসেন্স দিয়ে ভারী যানবাহন ও যাত্রীবাহী বাস চালাতেন।

খন্দকার আল মঈন জানান, দুর্ঘটনার পর থেকেই চালক মোহন পলাতক ছিলেন। সোমবার বিকেলে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে বাসটির সুপারভাইজার মো: ফয়সাল মিজানকে গ্রেফতার করা হয়। ঘটনা তদন্তের পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদন মঙ্গলবার জমা দেয়ার কথা ছিল। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় কমিটি প্রতিবেদন জমা দেয়নি।

এর আগে শনিবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থেকে বরিশালগামী একটি বাস ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৩ জন ও পরে ৪ জন নিহত হয়। এছাড়া আহত হয় অন্তত ৩৫ জন। ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) সুশংকর মল্লিক রোববার দিবাগত রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় বাসটির চালক মোহন খান (৪০),সুপারভাইজার মো: ফয়সাল মিজান (৩২)এবং হেলপার আকাশ ওরফে বুলেটকে (১৮) আসামি করা হয়।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button