ফ্রান্সের আন্তর্জাতিক ডিফেন্ডার অ্যাক্সেল ডিসাজিকে চুক্তিবদ্ধ করেছে প্রিমিার লিগের জায়ান্ট ক্লাব চেলসি।
শুক্রবার (৪ আগস্ট) মোনাকো থেকে ছয় বছরের জন্য তাকে চুক্তিভুক্ত করা হয়েছে বলে স্ট্যামফোর্ড ব্রিজের পক্ষ থেকে জানানো হয়।
লিগ ওয়ানের ১৩০টি ম্যাচে অংশ নেয়া এই সেন্টার ব্যাক ফ্রান্স জাতীয় দলের হয়ে চারটি আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপেও ফরাসি স্কোয়াডে ছিলেন তিনি।
২৫ বছর বয়সি ওই ডিফেন্ডার বলেছেন,‘এ রকম বড় একটি ক্লাবে (চেলসি) আসতে পেরে আমি খুবই আনন্দিত। অসাধারণ এই পরিবারের সদস্য হতে পেরে আমি গর্ববোধ করছি। আশা করি এখানে আমি শিরোপা জয়ের পাশাপাশি সেরাটা অর্জন করতে পারব।
সফলতা অর্জনের জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমি বেশ আশাবাদী। সমর্থকদের সমর্থন লাভের জন্য আমার যেন তর সইছে না।’
চেলসির সহ-ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইনস্টানলি বলেছেন, ‘অ্যাক্সেল ফ্রান্সের বেশ কয়েকটি মৌসুমে নিজের দক্ষতা প্রদর্শন করেছে। যোগ্যতা দিয়েই ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এখন নিজের ক্যারিয়ারকে পরের ধাপে নিয়ে যাবার জন্য তিনি প্রস্তুত। আর চেলসি তার পাশে থাকায় আমরা বেশ আনন্দিত।’
৩০ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় কাটানো ক্লাবটিকে নতুনভাবে এগিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন ব্লুজদের নবনিযুক্ত কোচ মরিসিও পচেত্তিনো। আগামী ১৩ আগস্ট লিভারপুলের মাঠে নতুন মৌসুম শুরু করবে চেলসি।