থেকে শুরু হবে বাছাই। সম্ভাব্য প্রার্থীদের সাথে আলোচনা করে নতুন অধিনায়ক নির্বাচন করবেন খোদ বিসিবি সভাপতি।
গতকাল জানা গিয়েছিল মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবি’র বিশেষ সভা শেষে জানা যাবে নতুন ওয়ানডে অধিনায়কের নাম। বলা হচ্ছিলো, কার নেতৃত্বে এশিয়া কাপ ও বিশ্বকাপে যাবে বাংলাদেশ, এই প্রশ্নের উত্তর মিলবে আজ। দুপুর হতেই জিজ্ঞাসু চোখে বিসিবি কার্যালয়ে চোখ ছিল সবার।
তবে সভা শেষ হলেও কোনো ফল আসেনি। অপেক্ষা ফুরোয়নি, আরো কিছুদিন ধৈর্য ধরতে হচ্ছে সমর্থকদের। নতুন অধিনায়ক বিসিবি খুঁজতে ১২ আগস্ট পর্যন্ত সময় চায়। তবে নেতৃত্বে কোনো চমক থাকছে না তা নিশ্চিত করা হয়েছে, সাকিব আল হাসান আর লিটন দাসের মাঝেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
মঙ্গলবার সভা শেষে সংবাদমাধ্যমে কথা বলতে আসেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এই সময় তিনি জানান নতুন অধিনায়ক বাছাইয়ের দায়িত্বটা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে দিয়েছেন বিসিবি’র পরিচালকরা সবাই। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে আমাদের এশিয়া কাপের অধিনায়ক বাছাইয়ের কথা ছিল। আমরা সভায় বসেছিলাম। এখান থেকে সবাই মিলে অধিনায়ক নির্বাচন করার জন্য বোর্ড সভাপতিকে দায়িত্ব দিয়েছি। উনি প্রার্থীদের সাথে কথা বলে অধিনায়ক ফাইনাল করবেন।’
‘কবে নাগাদ অধিনায়কোর নাম ঘোষণা হতে পারে, এই সম্পর্কে জালাল ইউনুস বলেন, যেহেতু ১২ আগস্ট নাগাদ এশিয়া কাপের দল ঘোষণার শেষ সময়, এর মাঝেই আমরা অধিনায়ক ঘোষণা করব।’
অধিনায়কত্ব নিয়ে চমক দেখার সুযোগ নেই জানিয়ে জালাল ইউনুস বলেন, 'আপনারা জানেন যে সম্ভাব্য তালিকায় সাকিব আছে, লিটন আছে, মিরাজ আছে। এই নামগুলোই উঠে এসেছে। আপনারাও নামগুলো জানেন এদের সাথেই মূলত আলোচনা করা হবে।