জেলে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের সাথে বুশরা বিবির এ সাক্ষাৎ অন্তত এক ঘণ্টা স্থায়ী হয়।
বৃহস্পতিবার ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানায়, আইনি দল ছাড়াই বুশরা বিবি ইমরান খানের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেন।
এর আগে আইনি দলসহ বুশরা বিবি জেলখানায় প্রবেশ করেন। এরপর স্বামীর সাথে সরাসরি সাক্ষাতের পর সেখান থেকে বের হন তিনি।
কারা-কর্তৃপক্ষ শুধুমাত্র বুশরা বিবিকে পিটিআই-চেয়ারম্যানের সাথে সাক্ষাতের অনুমতি দেয়। যদিও চারটি গাড়ির বহর নিয়ে তিনি জেলখানায় ভেতর প্রবেশ করেন। এর আগে অন্তত আধা ঘণ্টা ধরে তাদের গাড়িগুলো জেল-গেটে আটকে রাখে পুলিশ।
তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড মাথায় নিয়ে জেলে বন্দী আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৫ আগস্ট ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এই রায় ঘোষণার পরই ইমরানকে আটক করে নিয়ে যাওয়া হয় পাঞ্জাবের অটোক জেলে।