বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যন্ত পরিকল্পিতভাবে জিয়া পরিবারকে নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত ছিল ১/১১ সরকার। ওই সরকারের সময় আরাফাত রহমান কোকোর উপর শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। তার কোনো চিকিৎসার ব্যবস্থা করেনি তৎকালীন সরকার। এখনো বর্তমান সরকার জিয়া পরিবারকে নির্মূল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।
শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
শনিবার সকালে আরাফাত রহমান কোকো'র ৫৪তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন।
বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, উনার চিকিৎসকরা বলেছেন- তার চিকিৎসা ঢাকায় সম্ভব না তাকে দেশের বাইরে নিতে হবে। কাল ডাক্তারদের সাথে কথা হয়েছে, তখনো তারা বলেছেন, তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া দরকার।