বিনোদন

আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আজ ভুলবশত ‘গট ম্যারিড’ লেখা হয়েছিল

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছিলেন তারা। কিন্তু শাকিব-অপুর এ সংসার ভেঙে গেছে। মাঝে তাদের সম্পর্ক ভালো ছিল না! তবে বর্তমানে শাকিব-অপুর সম্পর্কটা বেশ ভালো যাচ্ছে। সম্প্রতি সন্তানসহ দু’জনের আমেরিকা সফর সে কথাই বলছে!

এরই মধ্যে অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখেন, ‘গট ম্যারিড’। বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেন নেটিজেনরা। এ নায়িকার ফেসবুক কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরে যায়। যদিও ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে ফেলেন অপু। বিষয়টি নিয়ে তৈরি হয় জল্পনা। কেউ কেউ মনে করছেন, ফের হয়তো বিয়ে করেছেন অপু বিশ্বাস। আবার কেউ কেউ ধারণা করছেন, এটি হয়তো হ্যাকারের কাণ্ড।

এ বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আজ ভুলবশত ‘গট ম্যারিড’ লেখা হয়েছিল। এটা হ্যাকারের কাণ্ড নয়, মূলত ইনফো চেক করতে গিয়ে ভুলে এমনটা হয়েছে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা মুছে দিয়েছি। এর জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button