বিয়ে করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারিণ জানিয়েছেন, দুই পরিবারের উপস্থিতিতে শুক্রবার (১১ আগস্ট) গাঁটছড়া বাঁধেন তিনি।
অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত।
জীবনসঙ্গীকে নিয়ে ফারিণ লেখেন, ‘আমাদের সাড়ে আট বছরের ভালোবাসা ও বন্ধুত্বের যাত্রা কাগজে রূপ নিলো। আমার মনে ঠিক প্রথম দিনের মতো এখনও তুমি একই আছ। আমার জীবনে তুমি আসার পর কিভাবে যেন বদলে গেল।’
স্বামীর বর্তমান ব্যস্ততা শেষ হলে এই আনন্দের মুহূর্তকে বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেবেন বলেও জানান ফারিণ।