বিশ্বকাপে এর আগে কেবল দুই আসর খেলারই অভিজ্ঞতা ছিল। শেষ ষোলোতে ওঠাই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। কিন্তু এবারের আসরে নতুন ইতিহাস গড়ে ফাইনাল খেলতে যাচ্ছে স্পেন। মঙ্গলবার নাটকীয় সেমিফাইনালে সুইডেনকে কাঁদিয়ে ২-১ গোলের জয় পেয়েছে তারা।
এদিন অকল্যান্ড স্টেডিয়ামে ম্যাচের প্রথম ৮০ মিনিট দেখে বোঝার উপায় ছিল না যে- শেষ ১০ মিনিটে এতো নাটকীয়তা ভর করবে। অতিরিক্ত সময়ের দিকে এগোতে থাকা ম্যাচটি উপহার দিলো এক রোমাঞ্চকর সমাপ্তির। ৮১ মিনিটে দারুণ এক গোলে স্পেনকে এগিয়ে দেন টিনেজার সালমা পারায়উলো।
এতো কম সময় বাকি থাকতে সমতায় ফিরে আসার নজির খুব একটা নেই নারী ফুটবলে। কিন্তু সুইডেন ঠিক সেই কাজটাই করলো। ৮৮ মিনিটে রেবেকা ব্লমভিস্টের গোলে উচ্ছ্বাসে ভাসে তারা। কিন্তু সেই উচ্ছ্বাস দুই মিনিটও স্থায়ী হয়নি। ৮৯ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ এক শটে স্পেনকে ফের এগিয়ে দেন অধিনায়ক অলগা কারমোনা।
এর কিছুক্ষণ পর রেফারির শেষ বাঁশি বাজতেই হতাশায় নুয়ে পড়েন সুইডেনের ফুটবলাররা। পরপর দুই আসরে সেমিফাইনাল খেলেও ফাইনাল অধরাই থাকল তাদের কাছে।
আসরের অপর সেমিফাইনালে কাল বুধবার বিকেল ৪টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া।