জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবার ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করে নজর কাড়লেন সিনেমাপ্রেমীদের। সদ্য প্রকাশিত ‘হাড্ডি’ ছবির ট্রেলার এভাবেই ধরা দিয়েছেন তিনি।নওয়াজউদ্দিন এবং অনুরাগ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইলা অরুণ, মুহম্মদ জিশান আইয়ুব, সৌরভ সাচদেভ, শ্রীধর দুবে, রাজেশ কুমার, বিপিন শর্মা এবং সহর্ষ শুক্লা।
ট্রেলারে নওয়াজউদ্দিনকে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে ট্রান্সজেন্ডার রূপে। আর অনুরাগ কাশ্যপ হলেন গ্যাং লিডার। দু’জনের মুখোমুখি সংঘর্ষ দেখার জন্যই অধীর আগ্রহ ভক্তদের।
একজন ট্রান্সজেন্ডার থেকে কিভাবে এক ভয়ংকর অপরাধী হয়ে উঠেন নওয়াজ, সেটাই ফুটে উঠেছে ট্রেলারে। ট্রেলারটি শেয়ার করে নওয়াজউদ্দিন ইনস্টাগ্রামে লিখেছেন, প্রতিশোধ কি কখনও এরকম হাড় হিম করা হয়েছে? হাড্ডি আসছে প্রতিশোধের গল্প নিয়ে যা আপনাকে নিজের আসন ছাড়তে দেবে না।
নওয়াজউদ্দিন এবং অনুরাগ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইলা অরুণ, মুহম্মদ জিশান আইয়ুব, সৌরভ সাচদেভ, শ্রীধর দুবে, রাজেশ কুমার, বিপিন শর্মা এবং সহর্ষ শুক্লা।
সিনেমাটি পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা। চিত্রনাট্য লিখেছেন অজয় শর্মা এবং অদম্য ভল্লা। এদিকে, ‘হাড্ডি’র পর নওয়াজউদ্দিনকে দেখা যাবে ‘বোলে চুরিয়ান’, ‘নুরানি চেহরা’ এবং তেলেগু ফিল্ম ‘সাইন্ধব’-এ।