পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৪ ঘণ্টার মধ্যে দুই যুবকের লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। ইব্রাহীম দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত্যু ইউনুচ হাওলাদারের ছেলে।অন্যদিকে শুক্রবার বিকেলে পূর্ব সেনের টিকিকাটা গ্রামের নিজ বসত ঘরের স্লিং ফ্যানের সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় রেজাউল (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।রেজাউল ওই গ্রামের লিবিয়া প্রবাসী নাজমুল হোসেনের ছেলে।
শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার বেতমোর গ্রামের একটি পুকুর থেকে ইব্রাহীম (১৯) নামে এক বাক প্রতিবন্ধি যুবকের ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম এর বাবা মারা যাবার পর মা রেনু বেগম পাশের শরনখোলা উপজেলায় দ্বিতীয় স্বামীর সংসারে বসবাস করছিল। এদিকে বাক প্রতিবন্ধি ইব্রাহীম ভবগুরে জীবন-যাপন করে আসছিল। শনিবার সকালে পাশের বেতমোর গ্রামের একটি পুকুরে ইব্রাহীমের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এছাড়া শুক্রবার বিকেলে রেজাউলের মা ও ছোট ভাই বেড়াতে গেলে ঘরের দরজা জানালা বন্ধ করা ঘরের স্লিং ফ্যানের সাথে ওড়না পেচানো রেজাউলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এলাকায় রেজাউলের মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে তার মামা মো: সোলায়মান থানায় একটি সাধারণ ডায়রি করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজজামান তালুকদার দুই যুবকের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, দুটি মৃত্যুই রহস্যজনক এবং লাশ ময়নাতদন্তের জন্য পিরোপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় পৃথক দু'টি ইউডি মামলা করা হয়েছে।