আমতলী

বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন 

বরগুনার আমতলীতে বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার পুনঃ গঠিত কমিটিতে আবুল কালাম আজাদ (দৈনিক সোনালী খবর) কে সভাপতি ও টি,এম, রেদওয়ান বায়েজিদ (দৈনিক ভোরের সময়) কে সাধারণ সম্পাদক করে পনের সদস্যের নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১০ই অক্টোবর বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি,সহ-সভাপতি ও মহাসচিব স্বাক্ষরিত ১৫ (পনেরো) সদস্যের আমতলী উপজেলা নির্বাহী কমিটির অন্যরা হলেন,সহ- সভাপতি-বিপ্লব চন্দ্র দাস (দৈনিক তৃতীয় মাত্রা), সহ-সভাপতি- মোঃ কামরুল হাসান সায়মন (Channel A), যুগ্ন- সম্পাদক- মোঃ আল আমিন বাবু ( US Bangla TV/Channel A), সাংগঠনিক সম্পাদক – মোঃ ফকর উদ্দিন তহসিন ( Producer, Channel A) সহ-সাংগঠনিক সম্পাদক – মোঃ রেদোয়ান (দৈনিক বাংলার আলো),অর্থ ও দপ্তর সম্পাদক- সুমাইয়া শীলা (ক্রাইম ইনভেস্টিগেশন), তথ্য ও প্রচার সম্পাদক -মোঃ রুহুল আমিন (দৈনিক দিন প্রতিদিন), নির্বাহী সদস্য – মোঃ পারভেজ রানা (দৈনিক অপরাধ অনুসন্ধান), নির্বাহী সদস্য- বিকাশ কৃষ্ণ পাল ( অপরাধ অনুসন্ধান টিভি), নির্বাহী সদস্য-ঝুলন কৃষ্ণ পাল (দৈনিক আলোকিত একাত্তর), নির্বাহী সদস্য – মোঃ রেজাউল করিম রনি মল্লিক (দৈনিক সময় দিগন্ত?), নির্বাহী সদস্য – মানাফী ইসলাম নাজমুল (দৈনিক ভোরের বানী/দৈনিক দেশ সেবা) , নির্বাহী সদস্য – মোঃ আবু তাহের (সময় ২৪.কম)।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button