এইচ.এম. রাসেল বিশেষ প্রতিনিধিঃ
জমি নিয়ে দ্বন্ধের জের ধরে ফাতেমা বেগম (৫০) নামের এক নারীকে প্রতিপক্ষ আব্দুল করিম মুন্সির লোকজনে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ফাতেমা এমন অভিযোগ করেন। আহত ফাতেমাকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকায় শনিবার সকালে।
জানাগেছে, আমতলী পৌরশহরের খোন্তাকাটা এলাকার আলম মাদবরের জমি আমির সিকদার, ফরিদ সিকদার ও আব্দুল করিম মুন্সি দলিল মুলে ক্রয় করেন। আমির সিকদার ও ফরিদ সিকদারের দাবী ১৯৯৮ সালে তারা আলম মাদবরের কাছ থেকে ২১ শতাংশ জমি ক্রয় করেছেন। ওই জমিতে করিম মুন্সি জোরপুর্বক ঘর নির্মাণ করেছেন। অপর দিকে আব্দুল করিম মুন্সির দাবী ২০০৪ ও ২০০৬ সালে আলম মাদবরের কাছ থেকে তিনি ৪০ শতাংশ জমি ক্রয় করেছেন। তার জমিতে তিনি ঘর নির্মাণ করেছেন। স্থানীয়রা বলেন আলম মাদবর তার জমির চেয়ে বেশী জমি বিক্রি করেছেন। এখন যারা জমি ক্রয় করেছেন তারা দ্বন্ধ করছেন। ওই জমি নিয়ে দ্বন্ধের জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায় করিম মুন্সির লোকজন আমির সিকদারের বোন ফাতেমা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেছে।
আব্দুল করিম মুন্সির অভিযোগ শনিবার সকালে আমির সিকদার শতাধিক লোকজন নিয়ে এসে তার ঘর ভেঙ্গে নিয়ে গেছে। আমির সিকদারের অভিযোগ করিম মুন্সি তিনি তার লোকজন দিয়ে ঘর ভেঙ্গে নিয়েছে। ওই সময় তার বোনকে তারা কুপিয়ে জখম করেছে।
আহত ফাতেমা বেগম বলেন, ঘর ভেঙ্গে নিয়ে যাচ্ছিল করিম মুন্সির লোকজন। আমি তা দাড়িয়ে দেখতেছিলাম। এমন সময় তার লোকজন এসে আমাকে কুপিয়ে জখম করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খাঁন বলেন, আহত ফাতেমা বেগমকে যথাযথ চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুর রহমান আরিফ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।