শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালআমতলীবৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা সাংস্কৃতিক অনুষ্ঠান
টপিক

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা সাংস্কৃতিক অনুষ্ঠান

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে বরগুনা জেলার, আমতলী উপজেলার আমতলী সরকারি কলেজের অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী শহীদ ও আহতদের স্মরণ সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সকলেই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এর পরে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব জসীম উদ্দিন সহ সকল শিক্ষক গন।

আরও বক্তব্য রাখেন, বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের, আমতলী উপজেলা প্রতিনিধি মো. আব্দুল্লাহ, তানভীর মাহমুদ, জান্নাতুল মাওয়া, আমতলী একে স্কুল ছাত্রদল সভাপতি মুসফিকুর রশিদ হিরা সহ অনেকে।

উক্ত অনুষ্ঠানে ৩টি বিষয় প্রতিযোগিতা আয়োজন করা হয়। কবিতা, উপস্থিত বক্তৃতা ও চিত্র অংকন, এতে অংশগ্রহণ করেন আমতলী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা দোয়া মোনাজাত করা হয়। এবং খুনিদের বিচারের দাবি করেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত