বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় এলাকায় কৃষি জমিতে দেয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শেফালী বেগম (৬০) নামে এক নারী মৃত্যু হয়েছে। অন্যদিকে পৃথক ঘটনায় একই উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত ফজলুল হক বেপারীর ছেলে মিন্টু বেপারী বাড়ির পাশে বীজ তলা রক্ষায় বৈদ্যুতিক ইঁদুরের ফাঁদ তৈরি করেন। সোমবার সকালে তার মা শেফালী বেগম বীজ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই সেফলীর মৃত্যু হয়। এদিকে একই উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে পুকুরের পানিতে পরে মো. মুয়ান মল্লিক (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
দুইটি ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি মো. কামরুল হাসান।