সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ বুধবার বলেছেন, তার দেশ বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী।সৌদি আরবে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণে সৌদি সরকার আরো কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সৌদির মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। দুই দেশের মধ্যে সম্পর্ক এখন চমৎকার।
তিনি আরো বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সৌদি আরব বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। সৌদি আরবে কর্মরত বাংলাদেশী দক্ষ ও অদক্ষ জনশক্তি দুই দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে।
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশী হজযাত্রীদের ঢাকায় অভিবাসন শেষ হওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ উদ্যোগের জন্য হজযাত্রীদের জন্য হজযাত্রা ও সম্পাদন সহজ ও আরামদায়ক হয়েছে।
আগামীতে বাংলাদেশসহ বিশ্বের সব হজযাত্রী আরো সহজে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বছর রাজকীয় অতিথি হিসেবে হজের সময় সৌদি সরকারের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, পবিত্র হারাম শরিফ ও মসজিদে নববীসহ বিভিন্ন ইসলামি ঐতিহ্য বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ।
বাংলাদেশে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য সৌদি সরকারের মানবিক সহায়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে সৌদি আরব বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
হজের সময় সৌদি প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তার সাক্ষাতের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তিনি শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
সৌদির মন্ত্রী বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুবই ভালো।
সৌদি মন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির প্রশংসা করেন এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশী হজযাত্রীরা যাতে আরও সহজে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, রাষ্ট্রপতির সচিব ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুহাইলান উপস্থিত ছিলেন।