এইচ এম রাসেল, বিশেষ প্রতিনিধিঃ
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ০৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও যাতায়াত ভতা বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) সহকারী কমিশনর (ভূমি) মোঃ তারেক হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবয় অফিসার মোঃ আহাদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মানজুরুল হক কাওসার, একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুল রহমান, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ হান্নান, টেপুরা জনতা ক্লাবের সভাপতি অ্যাড. আওলাদ হোসেন, দুলাল স্মৃতি সংসদের সভাপতি মো. ইকবাল আহমেদ, সফল আত্মকর্মী তুষার রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আবদুল্লাহ, সাংবাদিক এইচ এম রাসেল, মোঃ ফখর উদ্দিন তহসিন।
আলোচনা শেষে ৯ জন যুব ও যুবতীদের মাঝে ৭ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ ও ৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও যাতায়াত ভতা বিতরণ করা হয়।