মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকরাশিয়ায় অবৈধ আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত

রাশিয়ায় অবৈধ আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত

সাইবেরিয়ার কেমেরোভো শহরের একটি ব্যক্তিগত আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছে।গভীর রাতে আগুন লাগার কারণ নির্ধারণ করা হয়নি। তবে তদন্ত কমিটি জানিয়েছে, আগুন লাগার আগের দিন বাসিন্দারা আশ্রয়কেন্দ্র পরিচালককে বলেছিলেন যে ভবনের কয়লাচালিত বয়লারটি খারাপ ছিল।

শনিবার এই হতাহতের কথা জানিয়েছেন রাশিয়ান কর্মকর্তারা।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে ৩ হাজার কিলোমিটার (১৯০০ মাইল) পূর্বের একটি শহরের কাঠের ভবনটিকে নার্সিং হোম হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু বড় অপরাধের তদন্ত করার পর দেশটির তদন্ত কমিটি বলেছিল, এটি ‘জীবনের কঠিন পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের জন্য একটি অস্থায়ী বাসস্থান।’

কমিটি বলেছে, ভবনটি ভাড়া দেয়া ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে একাধিক ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। কমিটির বিবৃতিতে তাকে চিহ্নিত করা হয়নি, তবে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একজন স্থানীয় পাদ্রী ছিলেন।

অগ্নিকাণ্ডে আরো ছয়জন আহত হয়েছেন এবং দোতলা ভবনটি ধ্বংস হয়েছে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত