মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
spot_img
প্রচ্ছদআওয়ামী লীগকেউ ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয় না : প্রধানমন্ত্রী 

কেউ ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয় না : প্রধানমন্ত্রী 

কেউ ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, আওয়ামী লীগ যাতে সরকারে না আসতে পারে, অনেক চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের এতটুকু স্বার্থ কারও হাতে তুলে দিব না, এটাই ছিল আমার প্রতিজ্ঞা।

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ব্ক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন,’৯৬ এর ফেব্রুয়ারিতে খালেদা জিয়া ভোট চুরি করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু জনগণ তা মানেনি। কেউ ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয় না। শেষ পর্যন্ত ফের নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন তিনি।

শেখ হাসিনা বলেন, এরকম এক সম্মেলনে আমার অনুপস্থিতিতে আমাকে সভাপতি করা হয়। ছেলেমেদের দায়িত্ব রেহানার ওপর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। স্বাধীনতার সুফল যেন মানুষের ঘরে ঘরে পৌঁছায় সেটাই ছিল লক্ষ্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশ হবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। তিনি দেশকে উন্নত-সমৃদ্ধ করতে চেয়েছিলেন। দুর্ভাগ্য তিনি সেটা পারেননি। আমরা সেটা করছি।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত