জাতীয়

চট্টগ্রামে জামায়াতের আমিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং গ্রেপ্তার ৯ জনসহ মোট ১৮ জনকে আসামি করা হয়। এছাড়া মামলাটিতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মাসুদ পারভেজ (৩৫), ইমরান হোসেন (২২), শেখ তাজুল ইসলাম (৩৫), বেলাল হোসেন (৪১), মোহাম্মদ তৌহিদুজ্জামান (৩৮), মো. ইসলাম (৩৯), মো. ইসমাইল দাউদ (৩৩), মো. সোহেল (২৬) ও নুর মোহাম্মদ (৩০)।

পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে হাজারখানেক নেতাকর্মী জড়ো হয়ে বহদ্দারহাট, শুলকবহর ও মুরাদপুর এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে জামায়াত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যান। যাওয়ার সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। এতে পাঁচলাইশ থানার এসআই কামরুজ্জামানসহ ২ পুলিশ সদস্য আহত হন। এছাড়া পুলিশের গাড়ির একটি আয়না ভেঙে যায়।

এরপর ঘটনাস্থলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন জামায়াতের নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে থানায় যাচাই-বাছাই শেষে ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। একই সঙ্গে পলাতক ৯ জনসহ মোট ১৮ জনের নাম উল্লেখ করে দণ্ডবিধি আইনের ১৪৩, ৩৩২, ৩৫৩, ৪২৭ ধারায় মামলা করা হয়।

নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘সকালে জামায়াত নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মামলায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা, অবৈধ সমাবেশ ও ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।’

জানা গেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনাসহ ১০ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী যুগপৎ গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে জামায়াত। এসব দাবিতে ২৪ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিল করার ঘোষণা দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে চট্টগ্রাম নগর জামায়াত মিছিল করে। এতে নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান, সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button