আগারগাঁওয়ে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী – Channel A
জাতীয়রাজনীতি

আগারগাঁওয়ে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠান শেষে রাজধানীর আগারগাঁওয়ে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বিমানবন্দরের পাশে কাওলা টোল প্লাজায় প্রথমে টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন মঞ্চে ওঠেন। বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধনের পর মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

এর আগে সকাল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সকাল থেকে সব প্রবেশমুখে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। দুপুর ১২টার পর নেতাকর্মীদের আনাগোনা বেড়ে যায়। সাড়ে ১২টায় শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button