মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকফিলিপাইনে বড়দিনের উৎসবে বন্যার কারণে  দু‘জনের প্রাণহানি, নিখোঁজ ৯

ফিলিপাইনে বড়দিনের উৎসবে বন্যার কারণে  দু‘জনের প্রাণহানি, নিখোঁজ ৯

ফিলিপাইনে বড়দিনের উৎসবের মধ্যেই বন্যার কারণে প্রায় ৪৬ হাজার লোককে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। এছাড়া দুজনের প্রাণহানি ও নয়জন নিখোঁজ রয়েছেন।এদিকে এ দুর্যোগ মূলত ক্যাথলিক জাতি অধ্যুষিত দেশটির গুরুত্বপূর্ণ বড়দিনের উৎসব উদযাপনকে ম্লান করে দিয়েছে।


দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা সোমবার এ তথ্য জানান।

তারা বলেন, মিন্দানাও এলাকার দক্ষিণাঞ্চলে প্রবল মৌসুমি বৃষ্টিতে দু‘জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এখনো নয়জন নিখোঁজ রয়েছেন। নিহতরা জিমেনেজ শহরের বাসিন্দা বলে জানা গেছে।

বেসামিরক প্রতিরক্ষা কর্মী রবিনসন লাকরি বলেছেন, পানি কোনো কোনো জায়গায় বুকের ওপর উঠে গেছে। তবে আজ বৃষ্টি থেমেছে।

জানা গেছে, দেশটিতে ক্রিসমাসের দীর্ঘ ছুটি শুরুর পর লোকজন সাধারণত নিজ শহরে ফিরে যায় এবং পরিবারের সাথে মিলিত হয়। এবারে এ সময়েই ফিলিপাইনের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে বাজে আবহাওয়া চলছে।

উল্লেখ্য, বিশ্বে যে কয়েকটি দেশ জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে রয়েছে ফিলিপাইন তার একটি।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত