বরগুনাবরিশাল

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নারি নিহত

বরগুনার পাথরঘাটায় ইট টানা টমটমের নিচে চাপা পড়ে খাদিজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।নিহত খাদিজা বেগম একই এলাকার মো: হানিফ মিয়ার স্ত্রী।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ঘুদিঘাটা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে মামুন জানান, তার মা কাজের জন্য বাড়ি থেকে ফেরিঘাট এলাকায় যাওয়ার পথে পিছন থেকে একটি ইট টানা টমটম চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তার কাছে গেলে ঘটনাস্থলেই তার মা নিহত হন। পরে টমটমটি ইটের ভাটা থেকে আটক করা হলেও ড্রাইভারকে পাওয়া যায়নি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম জানান, ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button