জাতীয়জাতীয় নির্বাচন

মাহি প্রার্থী হচ্ছেন কি না, বলতে পারব না,তবে তাকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছেঃকাদের

চাঁপাইনবাবগঞ্জের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। তার প্রার্থী হওয়ার চেষ্টার বিষয়টি তুলে ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি (মাহি) দলীয় প্রার্থী হতে ফরম নিতে চান। চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চান। তার বাড়ি সেখানে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক। তাহলে কি ওই অভিনেত্রী আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন ‘প্রার্থী হচ্ছেন কি না, বলতে পারব না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছে।

রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা (ডালিয়া) বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। এ বিষয়ে কাদের বলেন, ‘দলের পুরুষ নেতারাই নারী প্রার্থী মেনে নিতে চান না। দলের ভেতর উল্টো সুর, আবার বাইরেও উল্টো সুর, তাহলে নারীরা যাবে কোথায়? নারীরা কি দাঁড়াবে না?’

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button