বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালবরগুনাবরগুনায় মাছ ধরে ফেরার পথে ট্রলারডুবি, জেলে নিখোঁজ

বরগুনায় মাছ ধরে ফেরার পথে ট্রলারডুবি, জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটা-সংলগ্ন বলেশ্বর নদীর মোহনা থেকে মাছ শিকার করে ফেরার পথে নামবিহীন একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নুর হোসেন নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলার মালিক মো. ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেছেন।নিখোঁজ নুর হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার আব্দুল খালেকের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বলেশ্বর নদের সুন্দরবন-সংলগ্ন এলাকার একটি ডুবো চরে আটকে ট্রলারটি ডুবে যায়।

ট্রলার মালিক ওয়াসিম জানান, গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় বলেশ্বর নদের মোহনা তার ট্রলারটি মাছ শিকার করে। মাছ শিকার শেষে ঘাটে থেকে ফিরে আসার সময় সুন্দরবন-সংলগ্ন একটি ডুবো চরে ট্রলারটি আটকে যায়। সেখানে নদীর তুফান ও স্রোতের কবলে পরে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ট্রালারটি ডুবে যায়। এসময় এক জেলে নিখোঁজ হয়।

বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বলেশ্বর নদীতে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে ওয়াসিম মিয়ার ট্রলারটি ডুবে গেছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত