বরগুনাবরিশাল

বরগুনায় ট্রলার ডুবি : নিখোঁজের ৬ ঘণ্টা পর জেলে উদ্ধার

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের মোহনায় মাছ শিকার করে ফেরার পথে ট্রলার ডুবে নুর হোসেন নামের এক জেলে নিখোঁজের ৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছেন।ট্রলার মালিক মো: ওয়াসিম মিয়া উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।নুর হোসেন উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।

বুধবার (১৪ জুন) সকাল ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন কটকা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

ওয়াসিম মিয়া জানান, বলেশ্বর নদের মোহনা তার ট্রলারটি পাঁচজন জেলেকে নিয়ে মাছ শিকার করতে যান। মাছ শিকার শেষে ঘাটে ফিরে আসার সময় বলেশ্বর নদের মোহনায় একটি ডুবো চরে ট্রলারটি আটকে পরে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জেলেদের মধ্যে চারজন সাতার কেটে চরে উঠতে পারলেও তাকে (নুর হোসেন) খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেখানে অন্য ট্রলার দিয়ে অনুসন্ধানের একপর্যায় ছয় ঘণ্টা পর সুন্দরবনের কটকা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি সুস্থ আছেন বলেও জানান ট্রলার মালিক।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button