আন্তর্জাতিক

(র) প্রধান হচ্ছেন ছত্তিশগড় ক্যাডারের আইপিএস অফিসার রবি সিনহা

ভারতীয় নিরাপত্তা বিষয়ক বিভাগ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান হচ্ছেন ছত্তিশগড় ক্যাডারের আইপিএস অফিসার রবি সিনহা। বর্তমানে রবি সিনহা মন্ত্রিসভার বিশেষ সচিব পদে রয়েছেন।৩০ জুন পর্যন্ত ওই পদে রয়েছেন সামান্ত কুমার গোয়েল। তারপরই দায়িত্ব গ্রহণ করবেন সিনহা।

’র’য়ের প্রধান পদে দু’বছর দায়িত্বে ছিলেন বর্তমান চিফ সামান্ত কুমার গোয়েল। ১৯৮৮ সালের আইপিএস অফিসার গোয়েলের নাম অনুমোদন করেছে ‘অ্যাপয়েন্টস কমিটি’। ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’-এর সচিব পদে রবি সিনহার নিয়োগ ওই কমিটির অনুমোদনের হাত ধরেই এসেছে।

ভারতের নিরাপত্তার স্বার্থে অন্যদেশ সম্পর্কিত ‘ইন্টালিজেন্স অ্যাজেন্সি’ হলো ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’। অন্যদেশ থেকে সংগ্রহ করা গোপন তথ্যের ভিত্তিতে ওই উইং কাজ করে। সেক্ষেত্রে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড প্রতিহত ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেশের সরকারের নীতি নির্ধারণ করা নিয়েও ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’-এর ইনপুট মান্যতা পায় বলে জানা যায়।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button