ঝালকাঠিবরিশাল

ঝালকাঠিতে নাতি পানিতে ডুবে মৃত্যুর পর একইস্থানে নিখোঁজ দাদি

ঝালকাঠির কাঠালিয়ায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাতি দেবরাজ (১১) খালের পানিতে ডুবে মৃত্যুর ঘটনার দু’দিন পর একইস্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন দাদি পুষ্প রানী (৬০)।নিখোঁজ পুষ্প রানী উপজেলার সাতানী বাজার সংলগ্ন পশ্চিম ছিটকী গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য পরিতোষ মিস্ত্রির স্ত্রী।

মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে কাঠালিয়া ফায়ার সার্ভিস ইউনিট ও বরিশালের ডুবুরি দল তাকে উদ্ধারের কাজ করেন। এর আগে আদরের নাতি হারানোর শোক সইতে না পেরে সোমবার রাত ১০টার দিকে একইস্থানে পানিতে ঝাঁপ দেন দাদি।

তার স্বামী পরিতোষ মিস্ত্রি ও এলাকাবাসী জানান, শুক্রবার (১৬ জুন) দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পরিতোষ মিস্ত্রীর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাতি দেবরাজ। একদিন পর শনিবার খাল থেকে দেবরাজের লাশ এলাকাবাসীর সহয়তায় উদ্ধার করে স্বজনরা।

তিনি বলেন, এ ঘটনার পর থেকে নাতি হারানোর শোকে ভেঙে পড়েন দাদি। সোমবার রাত ১০টার দিকে দেবরাজের দাদি পুষ্প রানী খালের একইস্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকার মানুষ তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো: শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা রাতেই ঘটনার স্থলে পৌঁছাই। তবে কেউ নির্দিষ্টভাবে বলতে পারছে না কোন জায়গা থেকে ডুবে গেছে। তারপরও আমরা ও বরিশালের ডুবুরি দল উদ্ধারের জন্য কাজ করছি এবং আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবরগুলো

চাইলে পড়তে পারেন
Close
Back to top button