আমতলীতে মাদরাসা টয়লেট হস্তান্তর – Channel A
আমতলী

আমতলীতে মাদরাসা টয়লেট হস্তান্তর

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলীতে সোমবার সকালে পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় একটি টয়লেট হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির সহযোগিতায় ৪লক্ষ টাকা ব্যায়ে জেন্ডার সেন্সসিটাইভ এ টয়লেট নির্মান করা হয়।
মাদরাসার হল রুমে টয়লেট হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. সহিদুল ইসলাম মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিতিথি হিসেবে উপস্থিত থেকে হস্তান্তার কার্যাক্রক্রমের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক মিলন, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় অধ্যক্ষ মো. একেএম রুহুল অমিন খান, ওয়াল্ডভিশন বরিশাল এপিসি ম্যানেজার লিটন মন্ডল, হাসানুল বান্না, এনএসএস এর মৃদুল সরকার।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button