আমতলী

আমতলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট অনুর্ধ ১৭ মঙ্গলবার বিকেল ৪টায় আমতলী সরকারী একেহাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চিলাএইচবি হাইস্কুল একাশদশ ও আমতলী একেসরকারী হাইস্কুল একাদশ অংশগ্রহন করে। টুর্নামেন্টে ৩—১ গোলে চিলা এইচবি হাইস্কুল একাদশকে হারিয়ে আমতলী সরকারী একেহাইসুল একাদশ বিজয়ী হয়। পরে মাঠে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আবু জাহের, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট এএইচ এম মনিরুল ইসলাম মনি, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, আমতলী একেসরকারী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান প্রমুখ। টুর্নমন্ট পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. জামাল হোসেন।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button