বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
প্রচ্ছদবরগুনাবরগুনার পাথরঘাটায় প্রধান শিক্ষকের নারী কেলেঙ্কারীর প্রতিবাদে হামলা, আহত ৫

বরগুনার পাথরঘাটায় প্রধান শিক্ষকের নারী কেলেঙ্কারীর প্রতিবাদে হামলা, আহত ৫

বরগুনার পাথরঘাটায় প্রধান শিক্ষকের নারী কেলেঙ্কারীর প্রতিবাদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন।হামলায় আহতরা হলেন দৈনিক ভোরের দর্পন ও স্থানীয় অনলাইন পোর্টাল পাথরঘাটা নিউজের প্রতিনিধি আশরাফুল ইসলাম শাকিল (২৮), অভিভাবক আব্দুর রাজ্জাক (৪২), মো: সোহাগ (৪০), মোস্তফা আকন (৫৫) ও মো: নিক্সন পহলান (৪৪)। আহতদের মধ্যে সাংবাদিকসহ চারজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বুধবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলার রুপধন বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির মধুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারী ও দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ করে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। এ সময় মানববন্ধনে অতর্কিত হামলা করেন প্রধান শিক্ষকের কিছু সন্ত্রাসী বাহিনী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার সকালে উপজেলার রুপধন বন্দর মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সড়কে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে একই স্কুলের আয়া জেরিন আক্তার কুইনের (৩০) সাথে অনৈতিক সম্পর্ক, আর্থিক দুর্নীতি ও স্কুলের শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণসহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে আয়োজন করেন। এ সময় প্রধান শিক্ষকের অনুসারী শামিম, শাহিন, বাপ্পি, রহিম পহলান, ইদ্রিস ও ইউপি সদস্য মনির খতিবের নেতৃত্বে হামলা চালিয়ে ব্যানার ছিড়ে সাংবাদিকসহ ওই বিদ্যালয়ের অভিভাবকদের মারধর করে।

আরো জানা যায়, সাংবাদিকরা মারধরের ছবি তুলতে গেলে পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি নজমুল হক সেলিমের মোবাইল ছিনিয়ে নেয় এবং দৈনিক ভোরের দর্শন পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম শাকিলের ওপর হামলা করে।

এদিকে ঘটনার পরপরই পাথরঘাটা প্রেসক্লাবে জরুরি সভা ডেকে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সম্প্রতি সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিমের রক্তের দাগ শুকানোর আগেই পাথরঘাটায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়। শাকিলকে রক্তাক্ত জখম করা হয়েছে। এর বিচার না হলে কঠোর আন্দোলন করা হবে।

পাথরঘাটা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সম্পাদকসহ একটি প্রতিনিধিদল পাথরঘাটা হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক শাকিলের ওপর হামলা নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে। এনিয়ে আমি ব্যক্তিগতভাবে স্কুলের সুনাম রক্ষার্থে সংশোধন হতে বলি। কিন্তু তিনি একই ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের মুঠোফোনে একাধীকভার ফোন করা হলেও রিসিভ করেননি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, আহত সাংবাদিক শাকিলকে হাসপাতালে গিয়ে দেখে এসেছি। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত