শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকবুধবার জাতিসঙ্ঘ সদরদফতরে ইয়োগা সেশনের নেতৃত্ব দেবেন ভারতের প্রধানমন্ত্রী

বুধবার জাতিসঙ্ঘ সদরদফতরে ইয়োগা সেশনের নেতৃত্ব দেবেন ভারতের প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদরদফতরে নবম আন্তর্জাতিক ইয়োগা দিবস ঐতিহাসিকভাবে উদযাপনে এক অনন্য যোগ সেশনের নেতৃত্ব দেবেন। সেখানে এ যোগ ব্যায়াম সেশনে জাতিসঙ্ঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রদূত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে অংশগ্রহণ করতে দেখা যাবে।

প্রধানমন্ত্রী মোদি টুইটার বার্তায় বলেন, ‘আমি নিউইয়র্ক সিটিতে অবতরণ করেছি। আমি গুরুত্বপূর্ণ নেতাদের সাথে আলাপচারিতায় এবং কাল ২১ জুনের ইয়োগা দিবসের কর্মসূচিসহ এখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার অপেক্ষায় রয়েছি।’

প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে মোদির প্রথম রাষ্ট্রীয় সফরের প্রথম ধাপে তিনি এখানে এসেছেন।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত