বিনোদন

সমাজের আবারো আগের সময়ে ফিরে গেলেই ভালো হয় : কাজল

লাস্ট স্টোরিজ-২’-এর হাত ধরে আবারো ওটিটির পর্দায় আসতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। আপাতত তাই এই ছবির প্রচারেই ব্যস্ত তিনি। পরিচালক অমিত শর্মা ও কুমুদ মিশ্রের সাথে এক সাক্ষাৎকার দিতে হাজির হয়েছিলেন তিনি।

প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কাজল, শুরুর দিনের সাথে বর্তমান সময়ে কাজের কতটা পার্থক্য তৈরি হয়েছে? এমন প্রশ্নে কাজলের চটপট জবাব, ‘এখন আমরা ভ্যানিটি ভ্যান পাই। যা শুরুর দিনে পাইনি। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’

কাজলের এমন জবাবে পরিচালক, অভিনেতা, সঞ্চালিকা সকলেই হেসে ফেলেন। বলেন, ‘এখন আমরা অভিনেত্রীরা ভ্যানিটি ভ্যান পাই, সেখানে শুটিংয়ের আগে পোশাক বদলাই, মেকআপ করি। আর আগে এসবই হতো একটা ৬-৭ ফুটের মোটা শালের পিছনে। আর আরো একটা পরিবর্তন হলো মোবাইল ফোন। আগে তো এটা ছিল না। থাকলে না জানি আমার কী কী কাণ্ড-কারখারা রেকর্ড হয়ে যেত! ভাগ্যিস ছিল না…।’ একথা বলেই হেসে ফেলেন কাজল।

কেন লাস্ট স্টোরিজ-২ এ কাজের জন্য হ্যাঁ বলেছিলেন, সে কথাও সাক্ষাৎকারে খোলসা করেন কাজল। কাজল বলেন, ‘আমি অমিতকে (পরিচালক) প্রথম যে প্রশ্নটি করেছিলাম সেটা হলো, এটার জন্য আমাকে কেন ভাবছেন? উনি জোর দিয়েছিলেন যে আমি যেন চিত্রনাট্যটা পড়ি এবং দেখতে বলেছিলেন, এখানে আমি নিজেকে খুঁজে পাচ্ছি কিনা। আমি যখন প্রথমবার চিত্রনাট্য শুনেছিলাম তখন মনে হয় কই এখানে তো নিজেকে খুঁজে পাচ্ছি না। তবে চিত্রনাট্য এতটাই আকর্ষণীয় ছিল যে আমি শেষ পর্যন্ত হ্যাঁ বলেছিলাম।’

সাক্ষাৎকারে ‘স্টার কিড’ হিসেবে নিজের দুই ছেলে-মেয়ে নাইসা ও যুগকে নিয়েও কথা বলেন কাজল। বলেন, ‘আমিও স্টার কিড, তবে সেময় মোবাইল ফোন, ইন্টারনেট না থাকায় আমাদের বেড়ে ওঠা অনেক সহজ ছিল। যেটা নাইসা, যুগের ক্ষেত্রে হচ্ছে না। মানুষ হিসেবে ওদেরও কিছু গোপনীয়তা দরকার। সমাজের আবারো আগের সময়ে ফিরে গেলেই ভালো হয়। জনসাধারণকেও বুঝতে হবে, যে এটা ঠিক নয়, ওদেরও একা ছাড়া উচিত। কোনো আইন আনা দরকার।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button