হজের সময় শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার সৌদি প্রেস এজেন্সির সূত্রে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেছেন, বিদেশী হজযাত্রীদের জন্য হজের খরচ ৩৯ ভাগ কমেছে।
প্রতিবেদনে উঠে এসেছে, হজযাত্রীদের মধ্যে ১৪ লাখ ৯৯ হাজার ৪৭২ জন হজযাত্রী আকাশপথে প্রবেশ করেছেন। এছাড়া স্থলপথে ৫৯ হাজার ৭৪৪ জন ও সমুদ্রপথে চার হাজার ৭১৪ জন যাত্রী প্রবেশ করেছেন।
তিনিহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ আরো বলেন, এবারের হজে অংশগ্রহণকারী হাজীর সংখ্যা প্রাক-মহামারী পর্যায়ে ফিরে আসবে।