আমতলী

আমতলীতে নারী উদ্যোক্তাদের মাঝে উপকরন বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে ১২ জন নারী উদ্যোক্তাদের মাঝে বিনা মূল্যে সাড়ে ৯ হাজার টাকা মূল্যে বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে। আমতলী সদর ইউনিয়ন পরিষদের হল রুমে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ উপকরন বিতরন করা হয়। উপকরন বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসএস এর নর্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা। প্রধান অতিতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরন বিতরনের উদ্বোধন করেন আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরপাঙ্গাশিয়া উইনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, সাংবাদিক জাকির হোসেন ও এনএসএস এর মৃদুল সরকার। এনএসএস নির্বাহী কর্মকর্তা শাহাবুদ্দিন পাননা জানান, আমতলী পৌরসভা, আমতলী সদর ও আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ১২ জন নারী উদ্যোক্তাদের প্রত্যেককে সাড়ে ৯ হাজার টাকার উপকরন প্রদান করা হয়।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button