জাতীয়রাজনীতি

মির্জা ফখরুল সাক্ষাৎ করেছেন খালেদা জিয়ার সাথে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

রোববার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি।

শায়রুল কবির খান জানান, ম্যাডাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তিনি বাসায় ফিরেছেন। শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মহাসচিব স্যার ম্যাডামের সাথে সাক্ষাৎ করেছেন।

শায়রুল কবির জানান, সাধারণত দলের পক্ষ থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button