আন্তর্জাতিক

বিমানের ইঞ্জিনে কেটে টুকরো টুকরো হল কর্মীর দেহ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিমানের ইঞ্জিনে কেটে টুকরো টুকরো হয়ে গেছে এক কর্মীর দেহ। এই মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ডেল্টা এয়ারলাইন্স।এই দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সরকারি সংস্থা।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ইঞ্জিন চালু রেখে গেটের কাছে যাওয়ার সময় ওই কর্মী ইঞ্জিনের ভেতরে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমকি তদন্তে দেখা গেছে এই দুর্ঘটনা বিমানের নিরাপত্তা ব্যবস্থার সাথে সম্পৃক্ত নয়। তবে দুর্ঘটনাটি কেনো ঘটেছে সে বিষয়টিও এখনো পরিষ্কার নয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানিয়েছে, ডেল্টা এয়ারলাইন্সে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য জোগাড় করা হচ্ছে।

দুর্ঘটনার জন্য দায়ী বিমানটি গত শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্যান অ্যান্টোনিওতে পৌঁছানো। এখনো ওই কর্মীর নাম প্রকাশ করেনি বিমান কর্তৃপক্ষ।

তবে ডেল্টা দাবি করেছে, এটা নিরাপত্তাজনিত দুর্ঘটনা নয় বরং সাধারণ কার্যক্রমের কোনো অংশের বিচ্যুতির কারণে এই দুর্ঘটনা।

সংশ্লিষ্ট খবরগুলো

Back to top button