মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
প্রচ্ছদবরিশালঝালকাঠিফের সাগর নন্দিনীতে বিস্ফোরণ, ২ পুলিশসহ আহত ১৪

ফের সাগর নন্দিনীতে বিস্ফোরণ, ২ পুলিশসহ আহত ১৪

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরিত জাহাজ সাগর নন্দিনী ২ থেকে ডিজেল খালাসের সময় আবারো বিস্ফোরণের ১১ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্ফোরণকালে দুই পুলিশ সদস্য দগ্ধসহ নদীতে লাফিয়ে পড়ে আহত হয়েছেন ১৪ জন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিস্ফোরণ হয়ে জাহাজটিতে আবারো আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সহযোগিতা করে কোস্টগার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ।

ফায়ার সার্ভিস জানায়, সাগর নন্দিনী ২-এর জ্বালানি তেল খালাসের সময় বিস্ফোরিত হয়ে পুরো জাহাজে আগুন লেগে যায়। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি দল রাতেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। বিস্ফোরণে দগ্ধ পুলিশের দুই কনস্টেবলকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। আহত অন্যদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

কোস্টগাড অপারেশন কর্মকর্তা ল্যাফটেনেন্ট মো: শাফায়েত বলেন, দ্বিতীয় দফায় বিস্ফোরণের সময় কোস্টগার্ডের একটি জাহাজ ছিল ঘটনাস্থলে। জ্বালানি তেল ছড়িয়ে পড়া রোধে কাজ করেছে কোস্টগার্ড।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক ল্যাফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, জাহাজের স্টাফদের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ঝালকাঠির নৌরুট নিরাপদ ও নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত